কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে শাকিল হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশু শাকিল ওই গ্রামের উত্তর পাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। ঢাকা’র একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত সাখাওয়াত হোসেনের ৩ ছেলের মধ্যে শাকিল দ্বিতীয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে শাকিলকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে ১টার দিকে শিশু শাকিলের ৮বছর বয়সী বড় ভাই সাব্বির হোসেন বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে ছোট ভাইকে ভাসতে দেখে শোর চিৎকার করে।
এসময় পরিবারের লোকজন নদীতে নেমে শাকিল হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
শাকিলের এমন অনাকাঙ্খিত মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। এ ব্যাপারে রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া বলেন, পরিবারের লোকদের অজান্তে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে পড়ে পানিতে ডুবে মারা যায়।
নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে আমি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।