সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে, হামলাটি ইসরায়েলের চালানো।
সিরিয়ার সামরিক বাহিনী বলছে, কাফর সোসা জেলায় একটি ব্লকের ফ্ল্যাটগুলোতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করলে দুই বেসামরিক নিহত হন। একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠী বলছে, দুই বিদেশি ও এক সিরিয়ান বেসামরিক নিহত হয়েছেন। ওই এলাকায় ইরানের রেভল্যুশনারি গার্ড ও লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতারা ঘন ঘন যাতায়াত করতেন।
ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েল স্বীকার করেছিল, তারা সিরিয়ায় ইরান ও এর মিত্র গোষ্ঠীগুলোর অবস্থানে কয়েকশ হামলা চালিয়েছে। গেল মাসে দামেস্কে এক হামলায় রেভল্যুশনারি গার্ডসের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সিরিয়ার বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ইসরায়েলকে ওই হামলায় দায়ী করা হয়।
সামরিক বাহিনীর একটি সূত্র উদ্ধৃত করে সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানাকে বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে দামেস্কের দিকে বেশ কয়েক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাফর সোসা জেলার এক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।
এতে দুই বেসামরিক নিহত হন। একজন আহত হন বলে সূত্রটি জানায়।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.