1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি ->>
  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

পঞ্চগড়ে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব এবং আবৃত্তি উপস্থাপনা ও সংবাদ পাঠ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৮ ফেব্রæয়ারি) বেলা ১১টার দিকে অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান এই উৎসব ও কর্মশালার উদ্বোধন করেন। স্থানীয় সাহিত্য সংগঠন শুদ্ধসর এই উৎসবের আয়োজন করেন। শুক্রবার রাতে আবৃত্তি ও কর্মশালা সমাপ্ত হয়।

উৎসবে সাবেক প্রভাষক হাসনুর রশিদ বাবু, অনির্বাণ বিদ্যানিকেতনের অধ্যক্ষ মামুনুর রশিদ, শুদ্ধস্বর এর কর্ণধার ও বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী দেলোয়ার হোসেন, পরিচালক তানজিনা আক্তারসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। দুইদিন বিভিন্ন স্কুল কলেজের তিন শতাধিক শিক্ষার্থীকে কবিতা আবৃত্তি, সংবাদ উপস্থাপনাসহ প্রমিত উচ্চারন, মুখের জড়তা দূরীকরন, স্বর প্রক্ষেপন, কন্ঠ সাধন, কবিতার ছন্দ ভাব উপস্থাপনা শৈলি, শ^াস প্রশ^াস নিয়ন্ত্রনের ব্যায়াম, আবৃত্তি নির্মান ও মঞ্চায়ন ভাবনা, কবিতার ছন্দ ভাব ও রস উপস্থাপনা শৈলি, সংবাদ উপস্থাপনা ও মাইক্রোফোনের ব্যবহার বিষয়ে বেতার ও টেলিভিশনের আবৃত্তিকার ও সংবাদ পাঠিকারা ছাত্র ছাত্রীদের প্রশিক্ষন দেন।

প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সংবাদ পাঠক দেওয়ান সাইদুল হাসান, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব মাসকুর এ সাত্তার কল্লোল, সিনিয়র সংবাদ পাঠক রেহেনা পারভিন, শামিম খান, শেলিনা আক্তার শেলী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল, আবৃত্তি শিল্পী প্রশিক্ষক ও কলামিস্ট নূরুন্নবী শান্ত সহ দেশ বরেন্য আবৃত্তিকাররা প্রশিক্ষন দেন। সেই সাথে তারা জাতীয় ও দেশ বরেন্য কবিদের কবিতা পাঠ করে শুনিয়েছেন।

শুদ্ধসর সংগঠনটির আহŸায়ক জানান দেশের বিখ্যাত আবৃত্তিকার বেতার ও টেলিভিশন উপস্থাপকদের মাধ্যমে পঞ্চগড়ের প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রীকে আবৃত্তির বিভিন্ন কৌশল প্রশিক্ষন দেওয়া হয়েছে। ২০১৮ সাল থেকে পঞ্চগড় জেলায় শুদ্ধসর সংগঠনটি আবৃত্তি নিয়ে কাজ করছে। জেলার দুই শতাধিক ছাত্র ছাত্রীকে নিয়মিত শুদ্ধসরের পরিচালনায় প্রশিক্ষন দেওয়া হয়। আগামিতে আরও বড় পরিসরে আবৃত্তি উৎসবের আয়োজন করা হবে।
পরে কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে দুইশত কুড়ি জন ছাত্র ছাত্রীদের সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা