গত ০৫-০২-২০২৪ মহান জাতীয় সংসদে বাকেরগঞ্জ জেলার দাবি করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক।
বাকেরগঞ্জ উপজেলাবাসী এই দিনটির জন্য বহুবছর অপেক্ষা করে আসছে কবে তাদের ন্যায্য দাবিটি মহান সংসদে উঠবে। মানুষের প্রাণের দাবিটি উপস্থাপন করায় সমস্ত বাকেরগঞ্জবাসী আনন্দে আত্মহারা।
এলাকাবাসী বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যরা এমপি মহোদয়ের দাবিটি সমর্থন করবেন এবং বাকেরগঞ্জ জেলা হবে ফলে বিগত সরকার বাকেরগঞ্জ জেলাকে উপজেলা করে যে অন্যায় ও অবিচার করেছে তার সুরাহা হবে।
এই অবিচার থেকে কলঙ্কমুক্ত করা বর্তমান গণতান্ত্রিক সরকারের নৈতিক দায়িত্ব। অপার সম্ভাবনাময় বাকেরগঞ্জ জেলা হ’লে বাংলাদেশের অনেক জেলা থেকে এ জেলা ভৌগলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই জনগণ বিশ্বাস করে। বাকেরগঞ্জের সর্বস্তরের জনগণ এমপি মহোদয়ের প্রতি অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সর্বোপরি বাকেরগঞ্জবাসি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের ন্যায্য অধিকার “জেলা ফেরত চায়”।