গত ৩০ শে জানুয়ারি ঢাকাস্থ বৃহত্তর বরিশাল ফাউন্ডেশন প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গুনীজনদের সম্মাননা পদক প্রধান করা হয়।
সেইদিন সংসদ অধিবেশন থাকায় মাননীয় প্রধান অতিথি পিরোজপুর ২ আসনের সাংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজ আসতে না পারায় আজ ঢাকাস্থ বৃহত্তর বরিশাল ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ এম মোস্তফা জামাল আকাশ ও সম্মানিত সদস্য এনায়েত তালুকদার, জানাব মহিউদ্দিন মহারাজ সাহেবের ব্যাক্তিগত অফিসে গিয়ে সম্মাননা পদক তুলে দেন।
এসময় এম পি সাহেব ফাউন্ডেশন মঙ্গল কামনা করেন। এবং সেবামুলক সকল কাজে পাশে থাকার আশ্বাস দেন।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.