পঞ্চগড়ে আদালতে হাজিরা দিতে গিয়ে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে পঞ্চগড় আমলী আদালত-১ এর বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে যুবদল-ছাত্রদলের মশালমিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে শ্রমিক লীগের আট নেতা-কর্মী হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবদল-ছাত্রদলসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
আসামী পক্ষের আইনজীবি এম এ আব্দুল বারি বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদল- যুবদলের তিন নেতাকর্মীর জামিন আবেদন শুনানি ছিলো। শুনানি শেষে বিচারক জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করে অপরদুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।