1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে হাজিরা দিতে গিয়ে যুবদল-ছাত্রদলের সভাপতি-সম্পাদক কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

পঞ্চগড়ে আদালতে হাজিরা দিতে গিয়ে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে পঞ্চগড় আমলী আদালত-১ এর বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

 

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে যুবদল-ছাত্রদলের মশালমিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে শ্রমিক লীগের আট নেতা-কর্মী হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবদল-ছাত্রদলসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

 

আসামী পক্ষের আইনজীবি এম এ আব্দুল বারি বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদল- যুবদলের তিন নেতাকর্মীর জামিন আবেদন শুনানি ছিলো। শুনানি শেষে বিচারক জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করে অপরদুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা