1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

নওগাঁর মান্দায় বিএসটিআইয়ের অভিযানে তেল মিলকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ বার পঠিত

নওগাঁর মান্দায় একটি তেলের মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

 

আজ ১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) নওগাঁ জেলার মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান (সিএম) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,নিয়মিত অভিযানের অংশ হিসেবে মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মান্দার বড় বেললাদহ এলাকার হাবিবুর রহমান অয়েল মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা: লায়লা আঞ্জুমান বানু। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির হোসেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা