ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার।
কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছে সানজিদার। বঙ্গকন্যার অভিষেকের দিনে ড্র করে মাঠ ছেড়েছে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার স্পোর্টস ওড়িশার বিপক্ষে মাঠে নামে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের হয়ে শুরুর একাদশে জায়গা পান সানজিদা। ম্যাচের শুর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল।
একাধিকবার বল নিয়ে বিপক্ষ দলের ডি বক্সে হানা দেন সানজিদা। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় ইস্ট বেঙ্গল ও স্পোর্টস ওড়িশা। বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে দু’দল। একাধিকবার আক্রমণ করেও গোল পেতে ব্যর্থ হয় ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দু’দল। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে।
৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্ট বেঙ্গলের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।