২০২৩ সালটা স্বপ্নের মতো কেটেছে তার। অধিনায়ক হিসাবে দলকে একের পর এক সাফল্য এনে দেওয়া প্যাট কামিন্সের হাতে যে পুরষ্কারটা উঠতে যাচ্ছে, এটা অনেকটা অনুমেয়ই ছিল।
শেষ পর্যন্ত আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অজি অধিনায়কই। টেস্টের সেরা ক্রিকেটারের পুরষ্কার উঠেছে আরেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার হাতে। একই সাথে ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই ফরম্যাটের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিভাগের সেরা ভারতের সূর্যকুমার যাদব। গত বছরে অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন কামিন্স। এরপর আসে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়। ভারতের মাটিতে দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিয়ে কামিন্স উঁচিয়ে ধরেছেন অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। ২০২৩ সালে সব ফরম্যাট মিলিয়ে ২৪ ম্যাচে কামিন্স করেছেন ৪২২ রান, নিয়েছেন ৫৯ উইকেট।
তিন ফরম্যাটেই এমন পারফরম্যান্সের সুবাদে ২০২৩ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্স। বর্ষসেরার ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’ জেতা ষষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন কামিন্স। ২০২৩ সালে টেস্ট ক্রিকেটে দারুণ পারফর্ম করে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অজি ওপেনার খাজা। গত বছর ১৩ ম্যাচে ২৪ ইনিংসে ১২১০ রান করেছেন তিনি। ৬ হাফ সেঞ্চুরির সাথে করেছেন ৩টি সেঞ্চুরিও। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে বর্ষসেরা হলেন খাজা। ওয়ানডেতে গত বছর অবিশ্বাস্য ফর্মে থাকা কোহলি হয়েছেন এই ফরম্যাটের সেরা ক্রিকেটার।
বিশ্বকাপের সময় শচীনের রেকর্ড ভেঙ্গে প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি করা কোহলি ২০২৩ সালে ২৭ ম্যাচে করেছেন ১৩৭৭ রান। ৮ হাফ সেঞ্চুরির সাথে করেছেন ৬ সেঞ্চুরি, নিয়েছেন এক উইকেটও। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ওয়ানডের বর্ষসেরা হলেন তিনি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৩ সালে দারুণ ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। গত বছর ১৭ ম্যাচে ৭৩৩ রান করেছেন তিনি, গড় ৪৮, স্ট্রাইক রেট ছিল ১৫৫.৯। ৫টি হাফ সেঞ্চুরির সাথে যাদবের ছিল ২টি সেঞ্চুরিও।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.