1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

সাকিব-তামিমের সঙ্গে বৈঠক শেষে যা বললো বিসিবি

স্পোর্টস ডেস্ক ->>
  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৮০ বার পঠিত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

কিন্তু অধিনায়ক সাকিব আল হাসানের কারণে তদন্ত রিপোর্ট জমা দিতে পারছিলেন না তারা। অবশেষে সোমবার অধিনায়ক সাকিবের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি। শুধু সাকিব নন, এদিন তামিমের সঙ্গেও তারা দেখা করেছেন। সিলেটে তাদের সঙ্গে আলাদা বৈঠক করে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এনায়েত হোসেন সিরাজ। সোমবার দুপুরে সাকিব-তামিমের সঙ্গে আলাদা বৈঠকে বসে তিন সদস্যের কমিটি। কমিটির অপর দুই সদস্য বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।

 

বৈঠক শেষে কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ গণমাধ্যমে বৈঠকের বিষয়ে জানান, ‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারবো না। দুজনকে নিয়ে আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেবো। শুধু সাকিব-তামিম না; বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি।’ বৈঠক শেষে কমিটির সদস্যরা আবার ঢাকায় ফেরত যাচ্ছেন, ‘আমাদের যে দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছে, এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেবো। যেহেতু ওদের দুজনকে এখানে (সিলেটে) পেয়েছি, সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।

 

গত ২৯ নভেম্বর ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নে এই কমিটি গঠনের কথা জানায় বিসিবি। কমিটিকে কাজ শেষ করার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, তবু সব গুছিয়ে আনার পর সাকিব-তামিমের জন্য ১ মাস পেরিয়ে যায়। এখন সাকিব-তামিমের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, সেসব বলতে চাইলেন না কমিটির প্রধান, ‘এটা মিডিয়ায় বলার মতো না। কারণ, এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবেন। (সাকিব-তামিম) দুজনের সঙ্গেই আলাদা কথা বলেছি।

 

এদিকে, সাকিব-তামিমের দ্বন্দ্ব প্রকাশ্য হলেও বিষয়টিকে আমলে নিচ্ছেন না এই তদন্ত কমিটি, ‘আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমরা আমলে আনছি না। স্থায়ী কিছু না এটা। সব কিছু সমাধানযোগ্য, যদি সমাধান করতে চান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা