সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দেড় যুগ পরে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক বিপুল ভোটে জয়ী হয়েছেন।
এই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র নির্বাচন করার কারণে "উপজেলা আওয়ামী লীগের" বৃহৎ অংশ তার পক্ষে কাজ করেন। ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থীর জনগণের মাঝে গ্রহণযোগ্যতারও কোনো ঘাটতি ছিল না। এমতাবস্থায় কেন্দ্রীয় যুবলীগ'র যুগ্ম সাধারণ সম্পাদক-১ বিশ্বাস মুতিউর রহমান বাদশা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পরেন যদিও তিনি সারাদেশে কেন্দ্রীয় যুবলীগ'র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন।
তিনি নিজেও বাংলাদেশ আওয়ামী লীগে'র মনোনয়ন চেয়েছিলেন। দেশব্যাপী তাহার উপর যুবলীগ'র অর্পিত দায়িত্ব সামলিয়ে বাকেরগঞ্জে নৌকা প্রার্থীর পক্ষে তিনি সরাসরি কাজ করেন ফলে উপজেলার সর্বস্তরের জনগণের মধ্যে তাহার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা তুঙ্গে।
উন্নয়নের স্বার্থে সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে এবং উপজেলা আওয়ামী লীগ'র নেতাকর্মীরা সংগঠনের স্বার্থে কর্মীবান্ধব, সদালাপী, অতিথিপরায়ণ যুবনেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা'র মতো নেতাকে "উপজেলা চেয়ারম্যান" হিসেবে পেতে চায়। এব্যাপারে তাহার মতামত জানতে চাইলে তিনি না বা হ্যা সূচক কোনো মন্তব্যই করেন নাই ।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.