1. admin@dhakarhawa.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

শীতের মধ্যে চার বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চল শীতকালে তীব্র কম্পন অনুভব করে। ঘন কুয়াশা এবং ঠান্ডা উত্তরের বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় দেশটির চারটি অঞ্চলে বৃষ্টিপাতের কথা জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। পৃথকভাবে, ৯ সকাল টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

 

পূর্বাভাস বলা হয়েছে, ‍আজ বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পরে। আর বৃহস্পতিবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

 

এ দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  কুয়াশার বিষয়ে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। আর শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুকিছু জায়গায় প্রশমিত হতে পারে।

 

এতে আরো বলা হয়, বুধবার সারা দেশ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে বাড়তে পারে।  পূর্বাভাসে বলা হয়, শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা