রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় সুলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টা ৫৯ মিনিটে দমকলকর্মীরা আগুনের খবর পান। পরে সকাল ৯টা ৫০ মিনিটে ছয়টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.