আজ থেকে প্রায় ১৭ বছর আগে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
‘ভুল ভুলাইয়া’ সিনেমায় তার অভিনীত সেই চরিত্রটির নাম মঞ্জুলিকা। এ সিনেমার দ্বিতীয় কিস্তিতে মঞ্জুলিকার চরিত্রে দেখা গিয়েছিল টাবুকে। ১৭ বছর পর সিরিজের তৃতীয় কিস্তিতে আবারও ফিরছেন বিদ্যা, এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। শুধু ফিরছেনই না, এ সিনেমার বেশিভাগ অংশে বাংলায় কথা বলতেও শোনা যাবে তাকে। এর কারণ, সিনেমাটির প্রায় আশিভাগ শুটিং হবে কলকাতা ও তার আশপাশে। ‘ভুল ভুলাইয়া’ ও ‘ভুল ভুলাইয়া-২’ মুক্তির পর বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করেছিল।
প্রথম কিস্তিতে অক্ষয়কে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে তিনি ছিলেন না। তৃতীয় কিস্তিতেও নেই। তবে ভক্তদের দাবি তাকে ফিরিয়ে আনার জন্য। নির্মাতা আনিস বাজমী অক্ষয়কে ফিরিয়ে না আনলেও বিদ্যাকে ফিরিয়ে এনেছেন। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে এ সিনেমার কাজ। এ প্রজেক্টের মাধ্যমে ফের বাণিজ্যিক সিনেমায় ফিরছেন অভিনেত্রী।
বিদ্যা বালান ছাড়াও সিনেমায় আরও দেখা যাবে কার্তিক আরিয়ানকেও। তিনি অবশ্য দ্বিতীয় কিস্তিতেও ছিলেন। চলতি বছরের দীপাবলির সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.