ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদয়নে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল।
আজ বুধবারের এই জনসভা মূলত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দুদিন আগে দ্বাদশ বিধানসভা নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এক হয়েছে। জনসভায় নেতাকর্মীরা বিজয়ের আনন্দ উপভোগ করছেন।
বেলা আড়াইটায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই উদ্যানে প্রবেশের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মঞ্চের ঠিক ডানদিকে আয়োজিত সাংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করছেন শিল্পীরা।
এরই মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
জনসভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.