1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

নির্বাচনে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না: আইজিপি

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২২০ বার পঠিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে জাতীয় নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

 

আইজিপি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহতায় প্রস্তুতি সম্পূর্ণ করেছি।

ভোটারদের উদ্দেশে আইজিপি বলেন, জরুরি প্রয়োজনে কাছের থানা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সেবা নিতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইজিপি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার তথ্য আমাদের জানানো হচ্ছে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা