1. admin@dhakarhawa.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৮০ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

 

নিহত দুইজন হলো, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহফুজুর রহমান সিয়াম (২০) ও পথশিশু নাঈম (১৩)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী শনির আকড়া দনিয়া কলেজের বিপরীত পাশের রাস্তায় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে নিহত হন সিয়াম। আর গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় নিহত হয় নাঈম। মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা গ্রামের ফজলুর রহমানের ছেলে সিয়াম। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট সিয়াম। পরিবার নিয়ে থাকতেন কদমতলী শামীমবাগ এলাকায়। যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ হোসেন ইকবাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে দনিয়া কলেজের বিপরীত পাশের রাস্তায় কোনো যানবাহনের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়েন সিয়াম।

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কোনো গাড়ি চাপায় এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এদিকে নিহত সিয়ামের ভাই আরিফুর রহমান জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র সিয়াম। সকালে নিজের মোটরসাইকেল নিয়ে ইনস্টিটিউটে গিয়েছিলেন। সেখানে ভাইভা শেষ করে আবার বাসায় ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হয় বলে জানতে পেরেছেন তিনি। অপরদিকে যাত্রাবাড়ী থানার আরেক এসআই মো. কামরুজ্জামান জানান, নিহত নাঈম পথশিশু। নাম ছাড়া তার আর কোনো পরিচয় জানা যায়নি। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কোনো একটি গাড়ির নিচে পিষ্ট হয় নাঈম।

 

তিনি জানান, ঘটনাস্থলের আশপাশের কেউ বলছে গাড়িটি মাটির ট্রাক ছিল। আবার অনেকে বলছে বাস ছিল। তবে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা