1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৩০

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

প্রায় দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর গত শুক্রবার আবারও দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ রুশ হামলার ঘটনা ঘটেছে।

 

আকাশপথে চালানো রাশিয়ার হামলাগুলোতে ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল, মাতৃসদন, বিপণি বিতান, অ্যাপার্টমেন্ট ব্লক; কোনো কিছুই বাদ যায়নি ক্ষয়ক্ষতির হাত থেকে। খবর এএফপির। পোল্যান্ডের সীমান্ত ঘেঁষে চালানো ক্ষেপণাস্ত্র হামলার এসব ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। পাশাপাশি ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।

 

২০২২ সালের ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে ইউক্রেন। হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া তার অস্ত্রসম্ভারের প্রায় সব ধরনের অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে।’ ইউক্রেনের সামরিক বাহিনীর ধারণা, এই হামলায় রাশিয়া ১৫৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

 

এগুলোর মধ্যে ১১৪টি ধ্বংসের দাবি করেছে তারা। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাশিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি ছিল অন্যতম প্রচণ্ড ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলায় রাশিয়া ইউক্রেনের প্রধান শহরগুলোর আকাশ প্রতিরক্ষ ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা চালায়। হামলায় ব্যবহার করা হয় ‘শাহেদ ড্রোন’। এ ছাড়া বিমান থেকে এবং রাশিয়ার অভ্যন্তর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘শুক্রবার সকালের এই হামলায় এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৬০ জনেরও বেশি লোক।

 

অন্যদিকে রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা সপ্তাহজুড়ে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে ৫০টি গুচ্ছ আক্রমণ এবং একটি বেশ বড় আকারের হামলা চালিয়েছে। সেনাবাহিনী জানায়, তাদের প্রতিটি আক্রমণ সফল হয়েছে। এদিকে জাতিসংঘ এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

 

জাতিসংঘের সহকারী মহাসচিব মোহামেদ খিয়ারি বলেন, ‘দুঃখজনক হলেও শুক্রবারের এই ভয়ঙ্কর হামলা রাশিয়ান ফেডারেশনের চালানো অব্যাহত আক্রমণের সবচেয়ে সাম্প্রতিক ঘটনা।’

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা