রাজধানীর কামরাঙ্গীরচরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির বাবা বলেন, বিকালে ওই ভবনের পঞ্চম তলার ছাদে খেলতে যায় সে।
ওই সময় একই বাসার মেসে বসবাসকারী ইয়াসিন (১৬) ও তার বন্ধু আরিফ জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি ওই বাসারই এক ভাড়াটিয়া বুঝতে পেয়ে আমাদের জানান। এ সময়ে আমরা (শিশুটির বাবা-মা) বাসায় ছিলাম না। সংবাদ শুনে বাসায় এসে রক্তাক্ত অবস্থা মেয়েকে হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে।
শিশুটির মা বাসা-বাড়িতে কাজ করেন। বাবা ওই এলাকার একটি কারখানায় কাজ করেন। দুই মেয়ের মধ্যে সে বড়।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.