রাজধানী মিরপুর দারুস সালাম এলাকার বড় বাজারে বিআইডব্লিউটিএ এর ইকো পার্কে ইজারাদার মোঃ ইসমাইল শিল্প -সংস্কৃতি ও অসাম্প্রদায়ী চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে শিক্ষামূলক মেলায় আয়োজনের অনুমতি নেয়। কিন্তু, শিল্প-সংস্কৃতি বিষয়ে কোনরকম কার্যক্রম না করে অবৈধভাবে উদ্যোম শরীর প্রদর্শনী নাচ-গান ও লটারির নামে জুয়া আয়োজন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ইসমাইল ও তার সাঙ্গপাঙ্করা । বিষয়টি সাধারণ মানুষ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আসলে তাৎক্ষণিকভাবে স্থানীয় দরুস্ সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অবৈধ লটারি সহ মেলার অনঅনুমোদিত কার্যক্রম বন্ধ করে দেয়।
গত ২৫ নভেম্বর ২০২৩ইং তারিখে রাজধানী মিরপুরের দারুস সালাম এলাকার বড় বাজার বিআইডব্লিউটিএ ইকো পার্কের ইজারাদার মো: ইসমাইল শিল্প-সংস্কৃতি ও অসম্প্রদায় চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে শিক্ষামেলা উদযাপনের আবেদনের প্রেক্ষিতে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার মোঃ মোহাম্মদ নাজমুর রায়হান এর পক্ষে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত স্মারক নং-১৩৩-২০২৩/২৩৪৫/১(৯) এর মাধ্যমে গত ০৩- ১২- ২০২৩ ইং তারিখে ২০টি শর্ত আরোপ করে অনুমোতি প্রদান করেন। খোঁজ নিয়ে জানা যায়, মেলা উদ্বোধনের দিন থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত কোন দিনই ডিএমপি কর্তৃক আরোপিত কোন শর্ত পালন করা হয় নাই। বরং, মেলার আড়ালে উদ্যোম নাচ,লটারির নামে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৬০ টির মতো রিক্সা গাড়িেতে ও মিনি ট্রাকে লটারির পুরষ্কার ষাঁড় গরু ও মোটর সাইকেল প্রদর্শন করে লাখ লাখ টাকার টিকিট বিক্রি, লটারির পাশাপাশি তাস খেলা-চরকী জুয়া ও মাদকের আসর বসায় মেলা আয়োজক কতৃপক্ষ। এতে সর্বস্বান্ত হয়ে যাচ্ছিল এলাকার সাধারণ মানুষ ও আসক্ত হয়ে পড়ছিল যুবক-যুবতীরা।বিষয়টি স্থানীয় সাধারণ মানুষ গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম নেতৃবৃন্দের মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে আসে এবং তারা তাৎক্ষণিকভাবে অবৈধ লটারি ও মেলার অনঅনুমোদিত কার্যক্রম বন্ধ করে দেয়।
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, আমি অত্র থানায় মাত্র কয়েক দিন হলো আসলাম ও মেলার অনুমোতি আমি আসার আগেই নেওয়া হয়েছে। তবে, বিভিন্ন মানুষ ও সাংবাদিকদের তথ্য নিয়ে তদন্ত করে দেখলাম, মেলা কতৃপক্ষ শর্ত অমান্য করে মেলার কার্যক্রম পরিচালনা করছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে লটারি সহ মেলা অন্যান্য অনঅনুমোদিত কার্যক্রম বন্ধ করে দিয়েছি।