1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

ভরা মৌসুমেও শীতকালীন সবজির বাজার চড়া

নীলফামারী প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

ভরা মৌসুমেও শীতকালীন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষ।

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বিক্রি হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

বর্তমানে আলু ৫০- ৭০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাধাকপি ৩৫ টাকা, বেগুন ৬০ – ৮০ টাকা, শালগম ৫০ টাকা, করলা ৮০ টাকা, সিম ৪০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়।

এ ছাড়া প্রতি কেজি বয়লার মুরগি ২২০ টাকা, সোনালী ও লাল মুরগি ৩৫০ টাকা গরু ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা কর্তৃপক্ষের কাছে বাজার মনিটরিং করার জোরদার দাবি করছেন।

এ বিষয়ে রামগন্জ কাঁচা বাজারের তরকারি বিক্রিতা আলাল ও লতিফ সাংবাদিককে জানান, বাজারে আমদানি কম থাকায় সবজি দাম একটু বেশি। ক্রেতা ওসমান গনি আক্ষেপ করে বলেন, ভরা মৌসুমে কাঁচামালের এ-তো চড়া দামে আমরা সাধারণ মানুষেরা অতিষ্ঠ, তিনি আরো বলেন এক শ্রেণীর ব্যবসায়িক সিন্ডিকেট রয়েছে অতি শীঘ্রই বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা