নানা অস্থিরতার মাঝেও কৃষি ঋণ বিতরণ বেড়েছে। জুলাই-নভেম্বর মাসে পাঁচ মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।
যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৫৪৭ কোটি টাকা বেড়ছে। আগের বছর একই সময়ে বিতরণ হয়েছিল ১২ হাজার ৮৭১ কোটি ১১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। চলতি বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার কোটি টাকা। আর ৫ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের নূন্যতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়। পাঁচ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ৫ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা। বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৮৫৪ কোটি ৭৭ লাখ টাকা। এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ৯ হাজার ২০৫ কোটি ২২ লাখ টাকা। পাঁচ মাসে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণকারী ব্যাংকগুলো হলো-কৃষি ব্যাংক, ইসলামি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক। ফসলের মৌসুম ভিত্তিক সারা বছর সমান হারে কৃষি ঋণ বিতরণের নির্দেশ থাকলেও কয়েকটি ব্যাংক বিতরণই শুরু করেনি।
ব্যাংকগুলো হলো-বিদেশি উরি ব্যাংক ও দেশি সিটিজেন ব্যাংক। আর সর্বনিম্ন কৃষি ঋণ বিতরণ করেছে পদ্মা ব্যাংক।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.