1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

আলভারেসের নৈপুন্য সিটির শিরোপা জয়

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের লড়াই জমল না একদমই। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে এসে বাজিমাত করল পেপ গুয়ার্দিওলার দল। হুলিয়ান আলভারেসের নৈপুণ্েয ফ্লুমিনেন্সকে অনায়াসে হারিয়ে জিতল শিরোপা।

 

সৌদি আরবে শুক্রবার রাতের ফাইনালে ৪-০ গোলে জিতেছে সিটি। শুরু ও শেষ গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেস। ফিল ফোডেনের করা তৃতীয় গোলে ছিল তার অবদান। অন্য গোলটি ছিল নিনোর আত্মঘাতী। লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের হারিয়ে একটা চক্র পূরণ করলেন গুয়ার্দিওলা। সিটির হয়ে জিতলেন সম্ভাব্য সব শিরোপা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতলেন চারবার। অভিজ্ঞ ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন তিনবার। ফ্লুমিনেন্সকে হারিয়ে ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল সিটি। এর আগে এই কৃতিত্ব ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের। আলভারেসের চমৎকার ফিনিশিংয়ে দারুণ শুরু পায় সিটি।

 

ব্রাজিলিয়ান ক্লাবকে পেছনে ফেলে এগিয়ে যায় প্রথম মিনিটেই! ২৭তম মিনিটে নিনোর আত্মঘাতী গোল দ্বিগুণ হয় অবদান। আলভারেসের কাছ থেকে বল পেয়ে ৭২তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন ফোডেন। একপেশে ম্যাচের শেষটায় ব্যবধান আরও বাড়ান আলভারেস। ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপ শিরোপা জিতেছিল সিটি।

 

এই মৌসুমে উয়েফা সুপার কাপের সঙ্গে জিতল ক্লাব বিশ্বকাপ। ২০২৩ সালে দলটির ঘরে গেল ৫ শিরোপা!

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা