1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

নওগাঁর পোরশায় খাদ্যমন্ত্রীর নির্বাচনীঅফিসে আগুন ভাংচুর

নওগাঁ প্রতিনিধি ->>
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ বার পঠিত

নওগাঁর পোরশায় নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির একটি নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ও অফিস ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের দায়ি করা হয়েছে। বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নেরতাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ জানান, রাতে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানালা দিয়ে আগুন ছুড়ে মারলে অফিসের পোষ্টার-ব্যানার পুড়ে যায়। এছাড়া তারা অফিসের কয়েকটি চেয়ার ভাংচুর করে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা