চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শাহ আলী থানার দুই উপপরিদর্শককে (এসআই) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরে বাংলা থানা পুলিশ তাদেরকে আটক করে।
অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন- এসআই তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। বর্তমানে এই দু'জনই শাহ আলী থানায় কর্মরত।
রাতে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আহাদ আলী বলেন, 'এ বিষয় আমি কিছুই বলতে পারব না। ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে পুলিশের তেজগাঁও বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ সারা দেননি।
তবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, 'নির্দিষ্ট মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার বিষয় প্রমাণ পাওয়া গেলে দুই এসআইকে গ্রেপ্তার দেখাবেন তদন্তকারী কর্মকর্তা।
বিষয়টি নিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সরকারি মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। একই থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুই এসআইয়ের নাম ও পরিচয় নিশ্চিত করেছেন। তবে তারা কোন বিটে কর্মরত তা জানাননি।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.