চট্টগ্রামে চন্দনাইশে পেয়াঁজের বাজারে আগুন। হঠাৎ করে আকাচুম্বি হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে বাজার করতে আসা ক্রেতারা হতভম্ব হয়ে পরেছে।
সরে জমিনে উপজেলার চন্দনাইশ সদর, গাছবাড়িয়াসহ বিভিন্ন স্হানে পেয়াঁজের ঝাঁজে উধাও হয়ে গেছে পেয়াজ। যেখানে আগের দিন বাজারে যে পরিমাণ পেয়াঁজ দেখা যায় তা হঠাৎ করে ২/৩ ঘন্টার মধ্যে হাওয়া। গুটি দুএক টতে পাওয়া গেলে ও তা ক্রয় করা সাধারণ মানুষ নাগালের বাইরে। প্রতি কেজি পেয়াঁজ ২ শত থেকে আড়াই শত টাকা হাকাঁ হচ্ছে। বরকল ইউনিয়নের বাসিন্দা আবদুল গফুর জানান,বাজার মূল্য বৃদ্ধির কারনে ক্রয় না করে বাড়ি ফেরত যাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম বলেন,জরুরী ভিত্তিতে অভিযান চালানো হবে।