ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামকস্থানে অজ্ঞাতনামা বাসের চাঁপায় আলতাফ হোসেন মুন্সী (৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি (আলতাফ) শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা গ্রামের মৃত করিম মুন্সির ছেলে।
নিহতের ভাতিজা মাসুম মুন্সী জানিয়েছেন, ছুটিতে বাড়িতে আসা তার প্রবাসী চাচা আলতাফ হোসেন মুন্সী রবিবার সন্ধ্যার পর মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা বাসের চাঁপায় ঘটনাস্থলে আলতাফ হোসেন নিহত হয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন, পালিয়ে যাওয়া ঘাতক বাসের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।