আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের নিকট তিনি তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তাঁর সাথে ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য খলিলুর রহমান মন্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমীন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সিদ্দিকী রনি প্রমুখ।
এর আগে তিনি ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমান বন্দরে পৌছান বুধবার বিকালে। সেখান থেকে নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানিয়ে পীরগঞ্জে নিয়ে আসেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার বিকালে পীরগঞ্জে পৌছে বড়দরগা বন্দরে শাহ ঈসমাইল গাজী (রঃ) এর মাজার যেয়ারত করেন। পরে রাত ৮ টায় ফতেহপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়ার কবর যেয়ারত করেন।
এদিকে রংপুর জেলা রিটার্নিং অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম সিরাজ এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।