গতকাল রোববার ভোর ৬টা থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত ১০ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার।
তিনি বলেন, ঢাকা সিটিতে একটি, নওগাঁয় একটি, কিশোরগঞ্জে একটি, খাগড়াছড়িতে একটি, দিনাজপুরে একটি, রাজশাহীতে একটি, নাটোরে তিনটি ও সিলেটে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫টি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করে। ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ২১৮টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.