1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

সরকার সঙ্গী না পেয়ে দলছুট নেতাদের বাগানোর চেষ্টা করছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম দফা অবরোধের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

ঢাকা জেলা বিএনপি উদ্যোগে আজ রোববার সকাল ৭টায় রাজধানীর বনানীর কামাল আর্তাতুক সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বনানী মাঠ থেকে কাকলীতে এসে শেষ হয় মিছিল। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিক্ষোভকালে রিজভী বলেন, দেউলিয়া সরকার এখন সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোথাও সাড়া না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতাদের বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হালুয়া-রুটির ভাগ পেতে কয়েকজন গেলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনের সমালোচনা করে রিজভী বলেন, ভারত সরকারের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

 

একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের উচিত, বাংলাদেশের জনগণ যা চায় সেটিকে সমর্থন দেওয়া। মিছিলে আরও ছিলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু প্রমুখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা