তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি তৃণমূল বিএনপির মহাসচিব।
বিরোধী দলীয় যে ঐক্যজোট হতে যাচ্ছে আছে তার মুখপাত্র আমি। আমাদের দলীয় এবং জোটের সিদ্ধান্তে আমি রুপগঞ্জ থেকে এমপি পদে দলীয় প্রতীক সোনালী আঁশ পাট প্রতীকে নির্বাচন করবো। শুক্রবার বিকেলে এক নির্বাচনী সভায় এ তথ্য জানান তিনি। রূপগঞ্জের রূপসী এলাকায় নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এ প্রস্তুতি সভার আয়োজন করেন তিনি। তিনি আরও বলেন, আমি সরকারের সাথে কোনো জোটে যাবো না। আমার দল তৃণমূল বিএনপি অন্যান্য দলের সঙ্গে জোট করবে। আমি যদি এমপি নির্বাচিত হই আমাকে কোনো কমিশন দিতে হবে না। আমার কোনো এপিএস থাকবে না। জনগণ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে।
এ সময় অ্যাডভোকেট আলী হোসাইন, অ্যাডভোকেট আবদুল হামিদ ভাষানী ভূইয়া ও ইসমাঈল মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।