দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট হবিগঞ্জ-১ আসনে বিএনপি তৃণমূল দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মইনুর রশীদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় কার্যালয় তোপখানা রোড মেহেরবা প্লাজা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
তৃণমূল বিএনপি কার্যালয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদে মইনুর রশীদ চৌধুরী-কে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম প্রদান করেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চীফ সালাম মাহমুদ।
সিলেট হবিগঞ্জ-১ আসনের তৃণমূল বিএনপির মইনুর রশিদ চৌধুরী প্রথমবারের মতো এই আসনটিতে এমপি পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র কিনলেন।
মইনুর রশীদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমি নির্বাচিত হলে আমার আসনে উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করবো। আমার এই আসনের উন্নয়নের ইতিহাস বদলে দিব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি অনেক আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের সাথে আপোষহীন ভাবে প্রতিবাদ করে থাকি। বিশেষ করে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।
এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির কো- চেয়ারপার্সন জাহাঙ্গীর মজুমদার ও সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান।