ষষ্ঠ দফার অবরোধের দুদিন অর্থাৎ, ২২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার দ্বারা ছয়টি স্থানে সাতটি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
শাহজাহান শিকদার বলেন, ঢাকা সিটিতে দুটি, ঢাকা বিভাগ তিনটি (সাভার, বালিয়াকান্দি, গাজীপুর), রাজশাহী বিভাগে একটি ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি বাস, দুটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ ইউনিট ও ৬৩ জন জনবল কাজ করে।
২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা ২০৫টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে বলে খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.