দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাংগি-হরিপুর ও রাণীশংকৈল আংশিক ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সভাপতি,১৯৫৪ সালের যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত এমএলএ ভাষা সৈনিক অ্যাডভোকেট মোঃ দবিরুল ইসলাম এর কনিস্ট পুত্র মোঃ আহসান উল্লাহ ফিলিপ ।
শনিবার(১৮ নভেম্বর ২০২৩)দুপুর ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে
উনার সফর সাথীদের নিয়ে ঠাকুরগাঁও ২ আসনের মনোনয়ন ফরম কিনলেন মোঃ আহসান উল্লাহ ফিলিপ।
মনোনয়ন ফরম জমা দিয়ে মোঃ আহসান উল্লাহ ফিলিপ বলেন, ঠাকুরগাঁও- ২ আসনে দীর্ঘদিন নতুন কোন প্রার্থী না পাওয়ায় দক্ষিণবঙ্গে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার থেকে এই এলাকাটি উন্নয়ন থেকে পিছিয়ে আছে। এই আসনের মানুষ চায় নতুন মুখ। দলের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের জন্যও দীর্ঘদিন কাজ করছি আমি। দল থেকে যদি আমাকে এই আসনের জন্য দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয় আশা করি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এলাকার গরিব অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহযোগিতা, তথ্য প্রযুক্তির উন্নয়ন, সর্বসাধারণের জন নিরাপত্তা রক্ষা ,মাদক ও জঙ্গি মুক্ত এলাকা গড়া সার্বিক কাজ করে যাব।
এই আসনে আমাকে মনোনয়ন দিলে নৌকা মার্কা বিপুল ভোটে জিতবো।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩।রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪ ,সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪,রবিবার ।