আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র কিনলেন যারা তারা হলেন জাতীয়পার্টির সাবেক মন্ত্রী এ নির্বাচনী আসনের ৬ বারের এমপি মরহুম ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী’র ছেলে ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, জাপা’র কেন্দ্রীয় নেতা অ্যাড. মমতাজ উদ্দিন ও সদ্য জাপাতে যোগদানকৃত আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ প্রমুখ।
প্রার্থীরা স্ব-স্ব আস্থাভাজন ও অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় পার্টির ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে হতে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মঞ্জুরুল হক সাচ্চা’র সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি আগামী ২৩ নভেম্বর মনোয়ননপত্র কিনবেন বলে জানান। এ আসনে দলীয়, জোট, মহাজোট ও স্বতন্ত্র হিসেবে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন বা করবেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।