1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

তফসিল বাতিলের দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

 

ঘোষিত তফসিল বাতিল করে গ্রহণযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল হয়ে দৈনিক বাংলার মোড় প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিজেপি মহাসচিব আবদুল মতিন সউদ। তিনি বলেন, অবিলম্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা বাতিল করতে হবে। এ তফসিল বাতিল করে একটা গ্রহণযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে সুষ্ঠ নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সউদ।

এ সময় অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান ঈমন, যুগ্ম মহাসচিব আকবর,সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ সুজন, ছাত্র সমাজের সদস্য সচিব রাফি, বিজেপির যুব সংহতির আহ্বায়ক হারুনসহ আরও অনেকে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা