বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে দারুণ সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক। অবশেষে বিষয়টি নিয়ে ক্ষমা চাইলেন এই অলরাউন্ডার।
বুধবার (১৫ নভেম্বর) ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান আব্দুল রাজ্জাক। তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। এতে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট কোচিং এবং এর উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। কিন্তু মুখ ফসবে এবং ভুলক্রমে ঐশ্বরিয়া রায়ের নাম নিয়ে ফেলি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। কারো আবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।
বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আব্দুল রাজ্জাক। এসময় তিনি বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেললো, তা নিয়ে প্রচুর আলোচনা চলছে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির জন্য চেষ্টা করে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেউ যদি মনে করে ঐশ্বরিয়া রায়কে বিয়ে করলেই সন্তান দেখতে সুন্দর হবে, সেটা কখনই সম্ভব নয়।
এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। নেটিজেনদের পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও কড়া সমালোচনা করেন আব্দুল রাজ্জাকের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চান রাজ্জাক। কিন্তু তারপরও বিতর্ক চলছেই।