1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মোতায়েন র‍্যাব-বিজিবি

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

 

বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধীদলগুলোর ডাকা পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুনসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪৬০ টইল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতেই মোতায়েন করা হয়েছে র‍্যাব ফোর্সেস এর ১৬০ টহল দল ।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা