1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস উত্তরাখণ্ডে

আন্তর্জার্তিক ডেস্ক ->>
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

ভারতের উত্তরাখ- রাজ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ রোববার ধসে পড়েছে।

এতে অন্তত ৪০ জন শ্রমিক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত হতাহতের খবর মেলেনি। সিল্কিয়ারা থেকে উত্তরাখণ্ডের উত্তরকাশীর দণ্ডালগাঁওয়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য তৈরি করা হচ্ছে এই সুড়ঙ্গ। সুড়ঙ্গটি তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব ২৬ কিলোমিটার কমবে।

পুলিশ জানিয়েছে, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ স্থানীয় সময় রোববার ভোর ৪টা নাগাদ ভেঙে পড়ে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় প্রশাসন। ঘটনাস্থলে এসে পৌঁছন উত্তরকাশীর সুপার অর্পণ যদুবংশী। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত দেয় রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ভগ্নস্তূপের কিছুটা সরিয়ে সুড়ঙ্গের ভেতর অক্সিজেন সরবরাহের জন্য পাইপ প্রবেশ করানো হয়েছে। প্রায় ২০০ মিটারের একটি চাঁই সরিয়ে তবেই খোলা যাবে সুড়ঙ্গের মুখ। সেই কাজ চলছে। উদ্ধার অভিযান সম্পর্কে এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, ‘আমি যখন থেকে ঘটনাটি জানতে পেরেছি তখন থেকে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।

এনডিআরএফ ও এসডিআরএফ ঘটনাস্থলে রয়েছে। আমরা সবার নিরাপদের ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা