1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

ভালুকায় হরতাল অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ভালুকা প্রতিনিধি ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধ, অগ্নি সংযোগ, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুর নেতৃত্বে বাসস্ট্যান্ড চত্ত্বরে থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই যায়গায় এসে সমাবেশে মিলিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান বুলবুল, রমিজ উদ্দিন খান, আশরাফুল আলম জান্নাত, রাজৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, ভালুকা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজিবুর রহমান পান্না, ধীতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, উথুরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান রিপন, ভরাডোবা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিল্টন, মেদুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মোল্লা, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, কাচিনা ইউনিয়ন যুবরীগের সাবেক সাবে সাধারণ সম্পাদক রাসেল তালুকদার, তানভীর খান, আবুল কাশেম প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে রফিকুল ইসলাম পিন্টু, বিএনপি জামাতারে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা