সরকারি রাজস্ব গতিশীল আরো বেশি বেগবান করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ। সাতক্ষীরা ভোমরা স্থল শুল্ক স্টেশন কর্মকর্তা ও কর্মচারীগনের সুব্যবস্থাপনা, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সেবার মান বৃদ্ধি করনের পাশাপাশি বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করার ফলে ক্রমবর্ধমান হারে রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের আমদানি ও রপ্তানি বানিজ্যের ক্ষেত্রে যশোরের বেনাপোল স্থল বন্দরের পরেই সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের অবস্থান। ভোমরা স্থল শুল্ক বন্দর সরকারি রাজস্ব প্রবৃদ্ধিতে অভূতপূর্ব অবদানের কারণে এই বন্দরটি অতি গুরুত্বপূর্ণ এবং স্বনামধন্য বন্দর হিসেবে পরিচিত।
সাতক্ষীরা জেলায় অবস্থিত ভোমরা স্থল শুল্ক বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১ হাজার থেকে দেড় হাজার জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করে। ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে তিন থেকে চারশত ভারতীয় পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, আবশ্যকীয় পন্য এবং ইন্ডাস্ট্রিয়াল পন্য আমদানি করা হয়। এ ছাড়া প্রতিদিন বাংলাদেশ থেকে একশত থেকে দেড় শত ট্রাকে বিভিন্ন পন্য রপ্তানি হয়ে থাকে। বন্দর কর্তৃপক্ষ কোন রকম প্রতিবন্ধকতা ছাড়াই আমদানি, রপ্তানি ও অন্যান্য পরিসেবায় আন্তরিকতার সাথে সম্পন্ন করছে। বিগত ২০২২-২৩ অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গেল ৪ মাসে সর্বমোট ২৭,৬২৬ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক যোগে ১০,০৯,৩৫৪ মেট্রিক টন পন্য আমদানি হয়েছে। যার ফলশ্রুতিতে ভোমরা স্থল বন্দরে আদায়কৃত শুল্ককরাদির পরিমান ১৯৫,৩২,৫৬,৮৪৪ একশত পঁচানব্বই কোটি বত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত চুয়াল্লিশ টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট ২৫, ০৪৩ টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে করে ৮,৬০,৮০২ মেট্রিক টন পন্য আমদানি হয়েছে।
যার মাধ্যমে আদায়কৃত শুল্ককরাদির পরিমান এসে দাঁড়িয়েছে ২৬১,৭০,০০,১৯৮ দুইশত একষট্টি কোটি সত্তর লক্ষ একশত আটানব্বই টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে ২,৫৮৩ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক কম প্রবেশ করেছে। এর ফলে ১,৪৮,৫৫২ মেট্রিক টন আমদানি কম হয়েছে। কিন্ত রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ৬৬,৯১,০০,০০০ ছেষট্টি কোটি একানব্বই লক্ষ টাকা। যার প্রবৃদ্ধির হার (+) ৩৪.২৫%। বিগত ২০২২-২৩ অর্থ বছরের জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত রপ্তানিকৃত বাংলাদেশী পণ্যবাহী ট্রাকের সংখ্যা ৭,৬৬৭ এবং ২০২৩-২৪ অর্থ বছরের একই সময় রপ্তানিকৃত বাংলাদেশী পণ্যবাহী ট্রাকের সংখ্যা ৮,২৯৩।
সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের ডেপুটি কমিশনার মোঃ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করার ফলে ভোমরা স্থল শুল্ক স্টেশনে ক্রমবর্ধমান হারে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, জাতীয় রাজস্ব আহরণ ও সংরক্ষণের স্বার্থে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে ভোমরা স্থল শুল্ক স্টেশন বদ্ধপরিকর।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.