ময়মনসিংহের ভালুকায় সমবায় আন্দোলনে অবদান রাখায় মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমিতি ৫ম বারের মত শ্ৰেষ্ঠ সমিতি নির্বাচিত হয়েছেন।
জানাযায়, সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এ শ্লোগান কে সামনে রেখে পালিত হল ৫৩ তম সমবায় দিবস। শনিবার দিবসটি উপক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা হল রুমে উনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় দপ্তর আয়োজিত সমবায় অফিসার অপরূপা মালাকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহামেদ ধনু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমুখ। সমিতির মাঝে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেষ্ঠ বিতরন করা হয়।
সমবায় আন্দোলনে অবদান রাখায় মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি ৫ম বারের মত শ্রেষ্ঠ সমিতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষে সম্মাননা ক্রেষ্ঠ গ্রহন করেন সমিতির চেয়ারম্যান শেখ মোঃ লিটন মিয়া। মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমবায় সমিতির চেয়ারম্যান লিটন মিয়া জানান, কাজের স্বীকৃতি সূরপ সম্মান পাপ্তিতে আমি অত্যান্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন আমার একার নয়।
এ সম্মান আমার সমিতির সকল কর্মকর্তা কর্মচারী ও সদস্যগনের জন্যই সম্ভব হয়েছে। আমি সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে দেশ ও সমাজের জন্য কিছু করতে চাই।