স্টাফ রিপোর্টার ->>
জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জের আয়োজনে ৪ নভেম্বর রোজ-শনিবার, বিকাল ৪ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সাংস্কৃতিক অভিযাত্রা বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোঃ নুরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সাকিব-আল-রাব্বি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে শিল্পীরা মনোজ্ঞ নৃত্য, হাওয়াইয়ান গিটার এবং সংঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.