স্পোর্টস ডেস্ক ->>
বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে সেমিফাইনালের দৌড়ে থাকা দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড।
এই ম্যাচে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সাক্ষী হয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি। আগে ব্যাট করে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ৯০ রান দিয়ে উইকেটশূন্য শাহীন। তাতেই গড়েছেন বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।
২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯ ওভারে ৮৪ রান দিয়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক ছিলেন হাসান আলী। ম্যাচে হাসানের এই রেকর্ড অবশ্য ভেঙেছিলেন হারিস রউফ। কিউইদের বিপক্ষে ১০ ওভারে ১ উইকেট পেলেও ৮৫ রান দেন তিনি। তবে ১৭ মিনিট পর তাকে ছাড়িয়ে যান শাহীন।