নিজস্ব প্রতিনিধি ->>
অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে টায়ার জ্বালিয়ে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ করেছে বিএনপির নেতা-কর্মীরা।
সিদ্ধিরগঞ্জের মৌচাক, সানারপাড় ও কাঁচপুর ব্রিজের পশ্চিমপাড়ে সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। থানা পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ারে আগুন দেয়। একই সময়ে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টিএইচ তোফাসহ চারজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষকদলের নেতা-কর্মীরা তিনটি বাস ভাঙচুর করে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করায় চারজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।