1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে আবারও সড়কে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা

ঢাকার হাওয়া ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

মোঃ ইস্রাফিল ->>
বেতন বৃদ্ধির দাবিতে বুধবার (১ নভেম্বর) সকালেই তারা অবস্থান নেন মিরপুর ১০ নম্বর গোল চত্বরে। এতে মিরপুর ১০ নম্বর থেকে ১১ এবং ১৪ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের একটি বড় অংশ অবস্থান নিয়েছে মিরপুর ১১ নম্বরে।

এ সময় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে স্লোগান দেন। বন্ধ করে দেওয়া হয় আশেপাশের দোকানপাট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা আবারও আন্দোলনের নেমেছে। সকাল আটটা থেকে আন্দোলন শুরু করেছে শ্রমিকরা। বুধবার প্রথমে পূরবী সিনেমা হলের সামনে থেকে তারা যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর সেখান থেকে যায় মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ডে আসে। এসব এলাকা থেকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের নামিয়ে নিয়ে আসে আন্দোলনকারীরা।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা বলেন, মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক আছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা