নিজস্ব প্রতিবেদক ->>
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে গুলশানের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় ঢুকে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, আজ ভোরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় যান। সকাল সাড়ে ৯টার দিকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, রাত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন বলে তিনি দাবি করেছেন।