নিজস্ব প্রতিনিধি ->>
রাজধানীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে ফকিরাপুলে সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবল পারভেজ (৩২) ঢামেকে মারা গেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া, পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাড়ে ৩টার সময় ইউনিফর্ম পরা অবস্থায় ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেলা সোয়া ৪টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত পারভেজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর।
মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এর আগে, রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।
এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেছেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া, হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.