1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

আমরা দেশের উন্নয়ন করি, বিএনপি-জামায়াত ধ্বংস করে : শেখ হাসিনা

ঢাকার হাওয়া ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ->>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যখন দেশের উন্নয়ন করি, বিএনপি-জামায়াত ধ্বংস করে। আগুন দিয়ে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারার ইতিহাস তাদের। এরা খুন করা ছাড়া আর কিছুই জানে না।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী ওরা হত্যা করেছে। ওরা যখন ক্ষমতায় থাকে, দুর্নীতি-লুটপাট করে। চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র পাচারের সঙ্গে ওরা জড়িত। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে। ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে।

 

চট্টগ্রামে কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেল উদ্বোধনের পর শনিবার (২৮ অক্টোবর) দুপুরে আনোয়ারা কেইপিজেড মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই চট্টগ্রামে ছিল সন্ত্রাসে রাজত্ব। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসের রাজত্বকে শান্তির অঞ্চল হিসেবে গড়ে তুলে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।’ এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চিত্র তুলে ধরেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বিএনপি সরকার পতনের জন্য নানাভাবে আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত মানেই হচ্ছে খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গীবাদে বিশ্বাসী দল। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

 

জনসভা থেকে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার কাছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা