নিজস্ব প্রতিবেদক ->>
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন নানা রকমের সবজি। রয়েছে পর্যাপ্ত সরবরাহও। তবু কমছে না দাম। প্রায় প্রতিটি সবজির দামই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটির সবজির দাম বেড়েছে ১০-১৫ টাকা। আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, সবজির পাশাপাশি বেড়েছ পেঁয়াজ ও আলুর দামও। কারওয়ানবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতিতে ২-৩ টাকা বেড়েছে দাম। দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৯০-৯৩ টাকায়, খুচরায় বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। এদিকে আলু পাইকারি বিক্রি হচ্ছে ৪৩ টাকা করে এবং খুচরা বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকা করে।
কাঁচা বাজারেও নেই স্বস্তি। প্রায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০-১৫ টাকা। আরও পড়ুন: প্রত্যন্ত গ্রামে ‘ভিটামিন এ’ ছাড়াই তেল বিক্রি করছে কিছু প্রতিষ্ঠান। বিক্রেতারা বলছেন কিছুদিন আগের বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে। তার প্রভাবেই ক্রমাগত বাড়ছে সবজির দাম।
আর ক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজি আসা শুরু করলেও সিন্ডিকেটের কারণে বাড়তি দামে তাদের ঘাম ঝরে যাচ্ছে। এদিকে গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কমে বিক্রি হচ্ছে হালিতে ৫০ টাকায়। সোনালি মুরগির দাম কিছুটা বাড়লেও স্থীতিশীল আছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। আর রাজধানীর মোহাম্মদপুরের বাজার ঘুরে দেখা যায়, বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, সিম ২০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, লাউ ৭০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা, কুমড়া ৬০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া শসা কেজি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.